এ বছরেই বাজারে আসছে ফোল্ডেবল স্মার্টফোন
২০১৩ সালের গ্লোবাল কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড কনজিউমার টেকনোলজি ট্রেডশো বা সিইএস-এ কোরিয়ান কোম্পানি স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা খুব তাড়াতাড়িই তৈরি করতে যাচ্ছে ফোল্ডেবল স্মার্টফোন। সম্প্রতি একটি কোরিয়ান ওয়েবসাইটের প্রতিবেদনে জানানো হয়েছে যে এই বছরেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই স্মার্টফোনের।
প্রথম পর্যায়ে ১ লক্ষ ইউনিট ফোল্ডেবল ফোন বাজারে ছাড়া হবে বলেও জানা গেছে। এই ফোনটি ভাঁজ না করা অবস্থায় একটি ৭ ইঞ্চি ট্যাবলেটের মতোই কাজ করবে। তবে এই ফোল্ড-ইন প্রযুক্তির ফোন যে শুধু স্যামসাংই আনতে চলেছে তা নয়, প্রতিযোগিতায় নামছে এলজি-ও। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী এই বছরের শেষের দিকে এলজি-ও তাদের ফোল্ডেবল স্মার্টফোন মডেল লঞ্চ করতে যাচ্ছে।
স্যামসাংয়ের এই ফোল্ডেবল ফোনটি ভাঁজ করার পরে ডুয়াল স্ক্রিন ডিসপ্লে ফোন হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু যদি কেউ ফোল্ডেবল ফোনে সিঙ্গল স্ক্রিন ডিসপ্লে চান তবে তাঁকে আরও একটু অপেক্ষা করতে হবে কারণ সেই ফোন আসছে ২০১৮ সালে। তবে স্যামসাংয়ের এখনকার ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৭ এজ-এ কিন্তু ডুয়াল-কার্ভড ডিসপ্লে রয়েছে।
স্যামসাং বা এলজি কেউই এখনও পর্যন্ত তাদের ফোল্ডেবল ফোনের বিশদ স্পেকস জানায়নি। আশা করা যায় এই বছরের মাঝামাঝিই তা জানা যাবে।
মন্তব্য চালু নেই