এ টি এম ব্যবহার থেকেই হতে পারে মারাত্মক রোগ!‌

এ টি এম -এ যাতায়াত আজ রোজকার বিষয়। কিন্তু জানেন কি এই এ টি এম ব্যবহার থেকেই মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন আপনি বা আপনার পরিবারের কেউ?‌ রোজ বহু মানু্ষ এই মেশিন ব্যবহার করেন।

নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জেন কার্লটন জানিয়েছেন, এ টি এম–এর কিপ্যাড থেকে যে জীবাণু পাওয়া গেছে তা রোগবাহী। মানুষের আঙুলে লেগে থাকা খাবারের অবশিষ্ট অংশ শরীরে নানা রোগ বহন করে। একই কিপ্যাড ব্যবহার করলে সেই জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। এর ফলে, ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে কোন সংক্রমণ ছড়িয়ে পড়ছে একে অপরের থেকে।

ফ্লু, ইনফ্লুয়েনজা, যক্ষা জাতীয় অসুখে ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। অনেক ক্ষেত্রেই, দেখা যাচ্ছে অস্বাস্থ্যকরভাবে শৌচালয় ব্যবহারের পর এ টি এম ব্যবহার করেন অনেকেই। ফলে শারীরিক সংক্রমণ রোগও ঘটতেই পারে।-আজকাল



মন্তব্য চালু নেই