এ জুলুমের বিচারের ভার সর্বশক্তিমান আল্লাহর ওপর ছেড়ে দিলাম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেছেন, আমরা ন্যায়বিচার পাইনি। আজ একজন নিরপরাধ মানুষকে সাজা দেয়া হলো। এ রায়ের মাধ্যমে জুলুম করা হয়েছে। এ জুলুমের বিচারের ভার সর্বশক্তিমান আল্লাহর ওপর ছেড়ে দিলাম।
আজ সোমবার আপিল বিভাগে কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
হাসান ইকবাল ওয়ামী বলেন, সোহগপুরের ঘটনার সঙ্গে আমার বাবা জড়িত ছিলেন না। কোনো ইতিহাসেও আমার বাবার নাম ছিল না। এ পর্যন্ত সোহাগপুরের কোনো ভিকটিম আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করেননি। এমনকি ট্রাইব্যুনালের সাক্ষীরা তাদের সাক্ষ্যে বলেছেন, স্বাধীনতার পরে আমার বাবাকে তারা প্রথম দেখেছেন।
জানা যায়, এ রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ আবেদন করা হবে।
মন্তব্য চালু নেই