এ কেমন নিষ্ঠুর মা! ১ মাসের কন্যা সন্তানকে ফেলে উধাও
সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর শান্তিময় স্থান হলো মায়ের কোল। কিন্তু কোনো মা যদি শান্তিময় সেই কোল থেকে ১ মাস বয়সের শিশুকে ফেলে অন্যত্র চলে যান তাহলে কেমন হয়?।
হ্যাঁ পাঠক, এমন ঘটনাই ঘটেছে পটুয়াখালী শহরের কিসমত বডিংয়ে। যেখানে এক মা তার ১ মাসের কন্যা সন্তানকে ফেলে চলে গেছেন। পেরে ওই শিশুকে শনিবার রাতে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
কিসমত বডিং এর ম্যানেজার মো. খলিলুরর রহমান জানান, শনিবার সকাল ৮ টার দিকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর নেতা মো. সোবাহনে স্ত্রী খাদিজা আক্তার (৩১) এক নারী এক মাসের একটি শিশুসহ একটি রুম ভাড়া নেয়। সকাল ১০ টার দিকে বিকাশে টাকা তোলার কথা বলে শিশুটিকে তার ভাড়া নেয়া ৩০ নম্বর কক্ষে রেখে বাইরে যান তিনি। কিন্তু এর পর আর ওই নারী ফিরে আসেননি।
দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধ্যায় পটুয়াখালী সদর থানা পুলিশে খবর দিলে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে হোটেলের এক নারী কর্মীর তত্ত্বাবধানে দেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘শিশুটিকে কোন সরকারী চাইল্ড কেয়ার সেন্টারে দেয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে।’
মন্তব্য চালু নেই