‘এসো, আমায় ধর্ষণ করো’ (ভিডিও)

ধর্ষণের প্রতিবাদে এক প্রতিবাদী পদক্ষেপ নিয়েছেন ভারতের মাধুরী দেশাই। তিনি একটি ভিডিওতে খোলাখুলি বলেছেন, ‘এসো, আমায় ধর্ষণ করো।’ তার এই বক্তব্যের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

যে সমাজে আজও মেয়েদের ভোগ্যপণ্য ছাড়া আর কিছু ভাবা হয় না। তিন মাসের শিশুকন্যা থেকে অশিতীপুর বৃদ্ধা, ধর্ষকের বিকৃত মানসিকতা সবাইকেই নিজের শিকার বানায়। বাবার মেয়ে, দাদুর নাতনি বা অতি চেনা বন্ধুর সহপাঠী, সব সম্পর্কই হারিয়ে যায় ধর্ষকের লালসায়।



মন্তব্য চালু নেই