এসেই টপলেস হচ্ছেন অর্পিতা চট্টোপাধ্যায়
শোনা যাচ্ছে, ডেবিউতেই টপ লেস হচ্ছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
তার ব্যাপারে একটা কথা প্রচলিত ছিল যে কেরিয়া্র গড়তে অনেক নায়ক-নায়িকার মতো তিনি কখনো ইঁদুর দৌড়ে সামিল হননি।সর্বদা সংসারকেই তিনি প্রাদান্য দিয়ে আসছিলেন।
সেই অর্পিতা পট্টোপাধ্যায় দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেই টপ লেস হচ্ছেন-এমন কথা চাউর হওয়ার পর এ নিয়ে তো তোলপাড় শুরু হয়েছে।ছবির পরিচালক হচ্ছেন-ওনিরে।
এ নিয়ে নায়িকার কোনও ছুঁত্মার্গ না থাকলেও তিনি এক কথায় টলিউডের ফার্স্ট লেডি। তাই তাঁর এই সাহসী পদক্ষেপ ঠিক কীভাবে দেখছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়?
অর্পিতা জানিয়েছেন, যেহেতু প্রসেনজিত্ একই পেশায় রয়েছেন তাই এটা তাঁর কাছে কোনও বড় বিষয় নয়। যদিও তাঁরা নাকি একে অন্যের পেশাগত বিষয়ে মাথা ঘামান না।
চিত্রনাট্যের প্রয়োজনেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন নায়িকা।
সব মিলিয়ে অর্পিতার এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছে টলিউড।
মন্তব্য চালু নেই