এসি মিলানেই থাকছেন বালোতেল্লি
আর্সেনালে যাচ্ছেন বালোতেল্লি। ছিল এমন গুঞ্জন। তবে সেই খবর গুঞ্জনই থেকে গেল। এসি মিলানের নির্বাহী প্রধান আদ্রিয়ানো গ্যালিনি জানালেন মিলানেই থাকছেন ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি।
বিশ্বকাপ চলাকলীন সময়ে বালোতেল্লি আর্সেনালে যাচ্ছেন এমন খবর পাওয়া যায়। আর্সেন ওয়েঙ্গার এই স্ট্রাইকারের এজেন্ট মিনো রেইলার সঙ্গে দেখাও করেন। ৩ কোটি ১০ লাখ ইউরোতে আর্সেনালে পাড়ি জমানোর পথে আছেন বালোতেল্লি এমনটা জানা যায় জুন মাসে। কিন্তু সেই সব কথা এখন অতীত।
ইতালি বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। তারপর থেকেই বালোতেল্লির প্রতি আগ্রহে ভাটা পড়েছে আর্সেনালের। দলটির সিইও আদ্রিয়ানো গ্যালিনি এদিন নিশ্চিত করেন যে বালোতেল্লির প্রতি বর্তমানে আগ্রহ দেখাচ্ছে না আর্সেনাল।
তিনি বলেন, ‘আমরা কোন অফার পাইনি। আর এবার আর্সেনাল থেকে তো নয়ই।’ অবশ্য মিলান কোচ ফিলিপ্পো ইনজাগি জানান তার দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই থাকছেন এই ইতালিয়ান স্ট্রাইকার।
মন্তব্য চালু নেই