এসপির বাড়িতে ডাকাতি : ‘বিএনপি’ বাবার ‘ছাত্রলীগ’ ছেলে গ্রেফতার
জেলার রায়পুরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী শেখ জিল্লুর রহমান (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বোয়ার্ডার বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত জিল্লুর রহমান রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়র বিএনপির সভাপতি শেখ জালাল আহম্মেদ মণ্টু মিয়ার ছেলে।
চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ফয়সাল হোসেন জানান, জিল্লুর রহমান তাদের দলের কর্মী। সে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশ নেয়।
অভিযুক্ত জিল্লুর রহমানের বাবা শেখ জালাল আহম্মেদ মণ্টু মিয়া যুগান্তরকে বলেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে কোনোভাবেই ডাকাতির সঙ্গে জড়িত নয়।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জিল্লুর লক্ষ্মীপুরের অতিরিক্ত সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. দাউদ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ডাকাত রাজন বাহিনীর সক্রিয় সদস্য ও এসপির বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর মঙ্গলবার রাতে সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। পরে এসপির ভাই মুক্তার হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতদের নামে ডাকাতি মামলা করেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ ৯ জনকে আটক ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন রাজন (৩৮) নামের ডাকাত সর্দার নিহত হয়।
মন্তব্য চালু নেই