এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ চলতি মাসের শেষে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি মাসের শেষ দিকে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়। সূত্র মতে, আগামী ৩০ কিংবা ৩১ মে ফল প্রকাশিত হতে পারে। এ দুদিনের মধ্যে প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন, সে দিন ফল প্রকাশ করা হবে বলে জানায় সূত্রটি।

গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ২০ দলীয় জোটের হরতালের কারণে একটি পরীক্ষাও নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি। ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। গত ৩ এপ্রিল পরীক্ষা শেষ হয়। এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।



মন্তব্য চালু নেই