এসএমএস’র জনক আর নেই
শর্ট ম্যাসেজিং সার্ভিস(এসএমএস) এর জনক মাট্টি ম্যাক্কোইনেন আর নেই। ফরাসী এই নাগরিক দীর্ঘদিন রোগে ভোগার পর ৩০ জুন ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে বলা হয় এসএমএসের জনক।
মাট্টি ম্যাক্কোইনেন প্রথম মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে এসএমএস প্রেরণের উপায় বের করেছিলেন।
তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, `তিনি মনে করেন কোনো না কোনো ভাবে এসএমএস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে।`
মাট্টি ম্যাক্কোইনেন জানান নোকিয়ার সহযোগিতায় তিনি এসএমএস প্রেরণ করার পদ্ধতি উদ্ভাবন করেন।
মাট্টি আর জানান, নোকিয়াই প্রথম এমএসএস ভিত্তিক মোবাইল ফোন তৈরি করেন। এটা ছিল ১৯৯৪ সালের ঘটনা। ঐ ফোন সেটটির মডেল ছিল ‘নোকিয়া ২০১০‘
নোকিয়া মাট্টি ম্যাক্কোইনেনকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রির পিতামত বলে আখ্যায়িত করেছে।
মন্তব্য চালু নেই