এশিয়া ট্রফির শিরোপা আর্সেনালের
প্রাক-মৌসুম প্রস্তুতি দারুণভাবে উদযাপন করছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এশিয়া ট্রফির ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব এভারটনকে। আর্সেনালের হয়ে গোল করেছেন থিও ওয়ালকট, সান্টি কারজোলা ও মেসুত ওজিল।
সিঙ্গাপুরে আয়োজিত এশিয়া ট্রফির ফাইনালে শুরু থেকে ভাল খেলেছে আর্সেনাল। প্রথমার্ধের ২২ মিনিটে লিড নিয়েছে তারা। গোল করেছেন ফরোয়ার্ড ওয়ালকট। এই অর্ধে আর গোল হয়নি।
বিরতির পর ৫৮ মিনিটে ব্যবধান ২-০ তে উন্নীত করেছেন স্পানিশ মিডফিল্ডার সান্টি কারজোলা। ৫ মিনিট পর তৃতীয়বারের মতো এভারটনের জালে বল পাঠিয়েছেন জার্মানির মিডফিল্ডার মেসুত ওজিল। জয় না পেলেও ৭৬ মিনিটে একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছিল এভারটন।
দলের মতো এশিয়া সফর দারুণ উপভোগ করছেন গোলরক্ষক পেট সেচ। ট্রফির ফাইনালে খেলার মাধ্যমে ক্লাবের হয়ে অভিষেক হয়েছে তার। আর অভিষেক ম্যাচে জয়ের দেখা পেয়েছেন সাবেক চেলসির এই গোলরক্ষক।
মন্তব্য চালু নেই