এশিয়া কাপ টি-টোয়েন্টি কোয়ালিফায়ার বাংলাদেশে

আগামী ১৯-২২ ফেব্রুয়ারি চার দল নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি কোয়ালিফায়ার পর্ব। এ চারটি দল হলো আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য থেকে সেরা দলটি এশিয়া কাপের মূল পর্বে খেলবে।

কোয়ালিফায়ার পর্বে প্রত্যেকটি দল তিনটি করে ম্যাচটি খেলবে। এর মধ্যে থেকে পয়েন্ট তালিকায় যারা উপরে থাকবে তারাই এশিয়া কাপের মূল পর্বে খেলবে। এক্ষেত্রে দুইটি দলের পয়েন্ট যদি সমান হয় তাহলে নেট রান রেট বিবেচনা করা হবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি-৬ মার্চ সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৩তম আসর। এই আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে কোয়ালিয়ফায়ার পর্ব থেকে উঠে আসা একটি দল অংশ নিবে। এশিয়া কাপের এবারের আসর টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই