এশিয়ার জন্য আইফোন-৬ এর বিশেষ সংস্করণ

এশিয়ার গ্রাহকদের জন্য সোনালি রঙের আইফোন ৬ এর বিশেষ সংস্করণ উন্মুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল। এই আইফোনের সব ফিচারই আগের মতো তবে পার্থক্য শুধু এতে ব্যবহার করা হয়েছে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।

এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের বাজারে এই ফোন ইতোমধ্যে বাজারে এসেছে। তবে তাইওয়ানে ফোনটি ১০ মার্চ থেকে পাওয়া যাবে।

৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ আইফোন ৬ এর রেজুলেশন ৭৫০*১৩৩৪ পিক্সেল। ফোনটির ব্যাটারি ১ হাজার ৮১০ মিলি অ্যাম্পিয়ার। ১ জিবি র্যামের পাশাপাশি সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ১.২ মেগাপিক্সেল ক্যামেরা। পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

উল্লেখ্য, ২০১৪ সালে সর্বপ্রথম আইফোন ৬ বাজারে আসে। তখন ফোনটি ছিল ১৬ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরির। এখন পর্যন্ত অ্যাপল যুক্তরাষ্ট্রের বাজারে ৩২ জিবির আইফোন তৈরি করেনি। সূত্র : জিএসএম এরিনা।



মন্তব্য চালু নেই