এশিয়ান ভলিবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন

কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু সিনিয়র মেন’স এশিয়ান সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। স্বাগতিকরা মঙ্গলবারের ফাইনালে কিরগিজদের ৩-০ সেটে হারিয়েছে। লিগ পর্বে লাল-সবুজদের একমাত্র হারটি ছিল এই দলের বিপক্ষেই। মুকুট জয়ের মধ্য দিয়ে তাই প্রতিশোধও পূর্ণ হলো বাংলাদেশের!

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথম সেটটি শেষ হয় ২৫-২২ ব্যবধানে। পুরো সেটেই দাপট ধরে রেখে রোমাঞ্চকর লড়াইয়ে পয়েন্ট আদায় করে নেন জাবির-রাশেদরা।

পরে দ্বিতীয় সেটে আরো আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। তবে সমান তালে লড়েছে অতিথিরাও। এই সেটটি স্বাগতিকরা জেতে ২৫-২৩ ব্যবধানে। তাতেই শিরোপার দিকে এক পা রাখে বাংলাদেশ।

গত আসরে সাত দলের মধ্যে পঞ্চম হওয়া জাবিররা তৃতীয় সেটে লড়াই জারি রেখে ৭-৬ ব্যবধানে এগিয়ে ছিল। এ সময় কিরগিজদের তোতোয়েভ নুরমুখামেদ চোট পেলে হার মেনে নেয় দলটি! মাত্র ৮ জন খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টে আসা দলটির তিন জন চোটে পড়েছে। তাই পাঁচ জন নিয়ে খেলা সম্ভব হয়নি তাদের পক্ষে।

লাল-সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্টে আফগানিস্তানকে ৩-১ সেটে হারিয়ে শুরু করেছিল। পরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছিল। তবে তৃতীয় ম্যাচে দারুণ লড়াই করে কিরগিজস্তানের বিপক্ষে ৩-২ সেটে হেরে যায়। শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ।

অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছিল কিরগিজস্তান। লিগ পর্বের ৪ ম্যাচের সবকটিতে জিতে সর্বোচ্চ ১১ পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছেছিল দলটি। কিন্তু দুর্দান্ত বাংলাদেশের কাছে হেরে রানার্সআপের সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে হচ্ছে কিরগিজদের।



মন্তব্য চালু নেই