এলো বৈশাখ
এলো বৈশাখ
তপু সারোয়ার
আম কাঠালের গন্ধে কালবোশেখীর তা-বে,
জরাজীর্ণ পুরোনোকে উড়িয়ে শুভ্রতার বার্তা,
ঢোল আর ঢাক বাঁজিয়ে নাগর দোলায় চড়ে,
এলোরে বাঙ্গালীর নববর্ষ প্রানের বৈশাখ।
পান্তা-ইলিশ, নৃত্য, কবিতা আবৃতি,
কোটি হৃদয়ে গাঁথা বাঙালির কৃষ্টি; সংস্কৃতি,
দারিদ্র, বঞ্চনা, বেদনা দূরে ঠেলে গাহি গান,
লালপেড়ে শাড়ি, যুবতি কিশোরীর খোঁপায় ফুল।
প্রকৃতি জুড়ে উৎসব সাজ সাজ রব,
এলোরে বাঙ্গালীর নববর্ষ প্রানের বৈশাখ।
মন্তব্য চালু নেই