এলিয়েন এর মত সমুদ্রে দেখা মিলল এ কোন প্রাণীর! (ভিডিও)

অক্টোপাস আদতে ‘এলিয়েন’ কি না, তা নিয়ে বিতর্কিত চার্চার মধ্যেই গভীর সমুদ্রের তলদেশে অকস্মাত্ই সন্ধান মিলল অদ্ভুত এক জীবের। হ্যাঁ, অদ্ভুতই শুধু নয়। সমুদ্রগর্ভে রহস্যজনক গতিবিধি এই জলচরের। বিজ্ঞানীরা বলছেন, এলিয়েনের মতোই দেখতে। কিন্তু, সেই জলজ প্রাণীটি যে আসলে কী, জেলিফিশ জাতীয় কিছু, তা এখনও পরিষ্কার নয় বিজ্ঞানীদের কাছে। খবর এই সময়।

প্রাণীবিজ্ঞানীরা বলছেন, এলিয়েনের মতো দেখতে এই প্রাণীটি খুবই বিরল। সচরাচর চোখে পড়ে না। গোটা একটা শতকে সব মিলিয়ে একশো বারও দেখা গিয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজ্ঞানীরা। সমুদ্র তলদেশে বহু দূরে রাখা একটি ভিডিয়ো ক্যামেরার চোখে ধরা পড়েছে প্রাণীটি। ডিসক আকৃতির, ছোটখাটো চেহারা। চারটে পুরুস্তরে কর্ষিকা আছে। কিন্তু, সেই কর্ষিকা মাপলে দৈর্ঘ্য ৬ মিটারের কম নয়।

alien1

গভীর সমুদ্রের তলদেশে রহস্যজনক এই প্রাণীর ছবি তোলা হয়েছে মেক্সিকোর দূরনিয়ন্ত্রিত অন্ডারওয়াটার ভেহিকল (ROV) থেকে। বিজ্ঞানীরা মনে করছেন, গভীরসমুদ্রের অন্যতম দীর্ঘ অমেরুদণ্ডী শিকারি এরা। ১৮ অগস্ট ভিডিয়োটি ইউটিউবে আপলোড করেছেন ফিলিপ ট্রুদেউ। আপলোডের পর সোশ্যালসাইটে ভাইরাল হওয়ার পথে ভিডিওটি।

alien

ভিডিও:

https://youtu.be/49qfY94N_e0



মন্তব্য চালু নেই