এলডিপির নয়া কমিটি: কর্নেল অলি প্রেসিডেন্ট, রেদোয়ান মহাসচিব
জাতীয় কাউন্সিলের মাধ্যমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব রেদোয়ান আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির চতুর্থ কাউন্সিলে এ কমিটি নির্বাচিত হয়।
কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন- আবদুল করিম আব্বাসী ও মামদুদুর রহমান। ভাইস প্রেসিডেন্ট এবাদত হোসেন মণ্ডল ও মো. নুরুল আলম। উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ডক্টর এম এ গফুর, ডা. মো. আবু জাফর সিদ্দিকী, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, তমিজউদ্দিন টিটু, দফতর সম্পাদক কাজী মতিউর রহমান ও আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম রওনক, সালাউদ্দিন রাজ্জাক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী এবং কোষাধ্যক্ষ হয়েছেন জাহিদ হোসেন বুলবুল। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ৪৬ জনকে সদস্য করা হয়েছে।
মন্তব্য চালু নেই