এর মধ্যেই জনপ্রিয়তায় বাবাকে টেক্কা ছোট্ট আব্রামের!
বয়স মাত্র ২। এর মধ্যেই জনপ্রিয়তায় বাবাকে টেক্কা দিতে শুরু করেছে ছোট্ট আব্রাম। গত সপ্তাহের ঘটনা। ‘রইস’ ছবির শুটিংয়ে ভুজে যাচ্ছিলেন শাহরুখ। সঙ্গে ছিল একরত্তি আব্রামও। ভুজ বিমান বন্দরে নামতেই বাবা-ছেলের ওপর হামলে পড়ে ভক্তরা। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয় বিষয়টা, শাহরুখ নয়, আব্রামকেই একবার ছুঁতে চাইছেন তাঁরা। সঙ্গে সেলফির আবদার।
কোনো মতে দু’জনকে ভিড় ঠেলে বের করে আনেন নিরাপত্তারক্ষীরা। এত কিছুর মাঝেও আব্রামের কিন্তু কোনো হেলদোল নেই। ছবির কলাকুশলীরা বলছেন, ভক্ত সামলাতে এ ছেলে বাবারও ওপর দিয়ে যাবে। চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘রইস’। ছবিতে গুজরাটের এক মাদক চোরাচালানকারীর ভূমিকায় রয়েছেন শাহরুখ। বিপরীতে পাকিস্তানের মাহিরা খান।
মন্তব্য চালু নেই