এরাই আবেগ-অনুভূতি বোঝে!
আপনাকে কেউ বুঝুক না বুঝুক, আপনার প্রিয় কুকুর ঠিক বোঝে। যাঁদের বাড়িতে আছে তাঁরা তো জানবেনই। যাঁদের বাড়িতে নেই অথচ কুকুর ভালোবাসেন তাঁরাও জানবেন। আপনার মনের অবস্থা কেমন, আপনি আনন্দিত না কোনও কারণে দুঃখ পেয়েছেন, শুধু আপনাকে এক ঝলক দেখেই এরা বুঝে ফেলবে।
আমরা বলছি না, বলছে বিজ্ঞান। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, মানুষ ছাড়া কুকুরই একমাত্র প্রাণী যাঁদের আবেগ-অনুভূতি বোঝার ক্ষমতা রয়েছে। সে জন্যই যদি এরা দেখে পরিচিত কেউ কষ্টে আছে দ্রুত তা বুঝে নিয়ে তাঁদের মন ভালো করার কাজে লেগে পড়ে। খেলার ছলে হোক, কিংবা আদর করে, সে ঠিক আপনাকে মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টা করবে।
গবেষণার সঙ্গে যুক্ত এক অধ্যাপকের কথায়, ‘মানুষ মস্তিষ্কের যে অংশ ব্যবহার করে আবেগ বা অনুভূতি বুঝতে পারে, কুকুরও সেই একই অংশ ব্যবহার করতে পারে। ফলে মানুষ ছাড়া কুকুরই একমাত্র প্রাণী যাদের এই ক্ষমতা রয়েছে। ’-এই সময়
মন্তব্য চালু নেই