এরশাদে ক্ষুব্ধ সহস্রাধিক জাপা নেতাকর্মীর পদত্যাগ
পার্টি প্রধানের হঠকারী সিদ্ধান্তের অভিযোগ তুলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র মহাসচিবসহ সহস্রাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
রোববার দুপুরে গাইবান্ধা জেলা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেয়া হয়েছে।
এসময় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে অরাজনৈতিক ও হঠকারী সিদ্ধান্ত গ্রহণসহ স্বজনপ্রীতির অভিযোগ তোলেন নেতাকর্মীরা। পরে এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন জাপার দুর্গ হিসেবে চিহ্নিত গাইবান্ধার সহস্রাধিক নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী জাপার যুগ্ম মহাসচিব, গাইবান্ধার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান সরকার বাদশা তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বাদশা জানান, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন। বিগত ২৮ বছরের রাজনৈতিক জীবনে কী পেয়েছেন আর কী হারিয়েছেন তার হিসাবও তুলে ধরেন। এ সময় তিনি জাপা চেয়ারম্যান এরশাদের নেতৃত্বকে ভুল আখ্যায়িত করে বলেন, ‘আমার পদত্যাগের সঙ্গে সঙ্গেই সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর কারোই আর অস্তিত্ব থাকলো না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দর উপজেলা জাপার মজিবর রহমান ফুল, মোস্তাফিজুর রহমান, মুকুল মিয়াসহ শতাধিক নেতাকর্মী।
মন্তব্য চালু নেই