এরশাদের মৃত্যুচিন্তা, নিজের সব বিষয় সম্পত্তি যাকে দিয়ে দিলেন

এরশাদকে মৃত্যু চিন্তায় পেয়েছে। এই মারা যাওয়ার চিন্তা থেকে ছেলে এরিখ এরশাদের নামে সকল সম্পত্তি ও টাকা পয়সা ট্রান্সফার করেছেন। এরমধ্যে প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটটিও রয়েছে। বিদেশের টাকা পয়সাও রয়েছে।

এই বিষয়টি এরশাদ ইতোমধ্যে এরিখের মা বিদিশাকে বলেছেন, আমি সবকিছু এরিখের জন্য করে দিয়েছি। আমি আর বেশিদিন বাঁচব না। এই কারণে আমি মরে গেলেও যাতে কোনো সমস্যা না হয়।

এ বিষয়ে বিদিশাকে জিজ্ঞাস করলে তিনি এরশাদের সম্পত্তি লিখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে অন্যকোনো সূত্র এ তথ্য নিশ্চিত করতে পারেনি।

এদিকে এরশাদের ঘনিষ্ঠ বন্ধু জানান, সম্পত্তির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন এর পাশাপাশি তিনি দলের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মারা গেলেও যাতে দল থাকে ও উত্তরাধিকারী নির্ধারণে সমস্যা না হয় সেই জন্য ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন।-নিউজআই



মন্তব্য চালু নেই