নির্বাচনী ব্যয় দাখিল না করায় লালমনিরহাটে
এরশাদের বিরুদ্ধে মামলা
নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন রির্টানিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে লাঙল প্রতীক নিয়ে অংশ নেন জাপা চেয়ারম্যান। ওই নির্বাচনের ব্যয় নির্বাচন কমিশনারের কার্যালয়ে যথাসময়ে দাখিল না করায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর অনুচ্ছেদের ৪ ধারায় মামলা দায়ের করেন জেলা রির্টানিং কর্মকর্তা।
অন্যদিকে, একই আসনের জাসদ মনোনীত প্রার্থী সাদেকুল ইসলামের বিরুদ্ধেও একই ধারায় একটি মামলা দায়ের করেন জেলা রির্টানিং কর্মকর্তা হাবিবুর রহমান।
জেলা জাপার সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম মিঠু জানান, কয়েকদিন আগে লালমনিরহাট সফরে এসে স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে এরশাদ সাহেব নিজেই নির্বাচনী ব্যয়ের হিসাব নিয়েছেন। তবে তা নির্বাচন কমিশনে দাখিল করেছেন কি না, তা তিনি জানেন না।
মন্তব্য চালু নেই