এরশাদের পদত্যাগের গুজব!

জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ থেকে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করেছেন বলে জোর গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে দলটির নেতারা কেউই মুখ খুলছেন না।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনিল শুভ রায় রাইজিংবিডিকে জানান, ‘আমি অনেকদিন যাবৎ অসুস্থ ছিলাম তাই এ বিষয়ে কিছু জানিনা। আপনি মহাসচিবের সাথে যোগাযোগ করেন।’

এমনই আচরণ করছে দলটির অন্যান্য নেতারা যা রহস্যজনক মনে হচ্ছে।

দলীয় সূত্র বলছে, সোমবার সকালে এরশাদ তার একজন ব্যক্তিগত স্টাফকে দিয়ে এ সংক্রান্ত একটি চিঠি পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর কাছে পৌঁছে দেন। ওই চিঠি পৌঁছে দেওয়ার কথা স্বীকার করে এরশাদের ওই স্টাফ বলেন, ওটা পদত্যাগপত্র বলে শুনেছি।

কিন্তু বিষয়টি নিয়ে কথা বলার জন্য চেষ্টা করেও জিয়াউদ্দিন বাবলুকে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে মুখ খুলছেন না অন্য কোন নেতাও।

সূত্র বলছে, রোববার দলের যৌথসভায় প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশনসহ আরো ক’জন সিনিয়র নেতা এরশাদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ জন্য সকালে এরশাদ তার পদত্যাগপত্র মহাসচিবের কাছে পাঠিয়ে দেন বলে শোনা যাচ্ছে।

 



মন্তব্য চালু নেই