এরশাদকে সতর্ক করল নির্বাচন কমিশন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চালানোর অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান হু্সেইন মুহম্মদ এরশাদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ তাকে সতর্ক করে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় তিনি সরকারের সুবিধাভোগী ব্যক্তির সজ্ঞায় পড়েন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, সরকারের সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না।

শুক্রবার রাজধানীর উত্তর জুরাইন মুন্সীবাড়ী শাহাদাত হোসেন রোডে জাতীয় পার্টি শ্যামপুর-কমদতলী থানা আয়োজিত কর্মীসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ প্রার্থীদের পক্ষে সরাসরি প্রচারণা চালান। ওইদিন তিনি বলেন-আমি আচরণ বিধির ঊর্ধ্বে।

ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নওয়াবুল আলম  বলেন, দলীয় প্রার্থীর পক্ষে হুসেইন মুহম্মদ এরশাদ প্রচারণা চালানোর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তদন্ত করে সতত্য পাওয়া গেছে। তাই তাকে ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই