এমার নগ্ন ছবিতে ভাইরাস
অনলাইনে তারকাদের নগ্ন ছবি ফাঁস করা নিয়ে এখন চারদিকে হইচই চলছে। তাই অতি উৎসাহী হয়ে অনেকেই প্রিয় তারকার নগ্ন ছবি অনলাইনে খুঁজে বেড়াচ্ছেন। তাদের জন্যেই বলছি, ভুলেও ব্রিটিশ অভিনেত্রী, মডেল ও হ্যারিপটার তারকা এমা ওয়াটসনের নগ্ন ছবি খুঁজতে যাবেন না। কারণ ‘এমা ওয়াটসনের নগ্ন ছবি’ নামে যা ইন্টারনেটে রয়েছে তাহলো একধরনের ভাইরাস। যা আপনার ব্যক্তিগত তথ্য মুহুর্তেই চুরি এমন কি গায়েব করে ফেলতে পারে।
গেল সেপ্টেম্বরে ‘মেইউআরনেক্সটডটকম’ নামেরএকটি ওয়েব সাইটের মাধ্যমে অজ্ঞাত হ্যাকাররা বৃটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় এবার অনলাইনে এমার নগ্ন ছবির নাম করে ভাইরাস ছড়িয়ে দেয়া হয়েছে বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।
এদিকে কয়েকজন এমা ভক্ত জানিয়েছেন ফেসবুকে এমার নগ্ন ছবি নামে একটি ক্ষুদে বার্তা ছড়িয়ে পড়েছে। যেখানে আপনার মুঠোফোন নাম্বার জানতে চাওয়া হয়। আসলে এটি একধরনের ভাইরাস। এমন কি ইউটিউবেও এধরনের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।
মন্তব্য চালু নেই