এমসিজি কি নিরপেক্ষ?
বিশ্বের সবচেয়ে বড় ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। আগে থেকেই ভাবা হয়েছিল এই ম্যাচটিকে ঘিরে নানা শঙ্কা-আশঙ্কার কথা। শেষ অবদি তাই সত্যি হয়েছে। অনেক কিছুই বাংলাদেশের বিপক্ষে গেছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
গ্যালারিতে প্রায় ৮০ হাজারের মতো ভারতীয় সমর্থক। এর বাইরে মাঠের খেলায় আম্পায়ারদের একের পর এক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে প্রশ্ন উঠতেই পারে— বাংলাদেশ আর ভারতের মধ্যকার ম্যাচটা আসলে কোথায় হচ্ছে? অনেক কিছু্র সঙ্গে বাদ যায়নি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) কর্তৃপক্ষও। ম্যাচ চলাকালে ইলেক্ট্রনিক স্কোরবোর্ডে দেখা গেছে ভারতের পক্ষে নানা রকম প্রচারণা।
এর মধ্যে একটাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন সাবেক ২ ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে ও সঞ্জয় মাঞ্জরেকার। সঙ্গে লেখা ছিল, ‘জিতেগা রে জিতেগা…ইন্ডিয়া জিতেগা!’
মন্তব্য চালু নেই