এমপি লিটনের অস্ত্রের লাইসেন্স বাতিল
গাইবান্ধা-২ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসক।
আজ রবিবার রাতে জেলা প্রশাসক এই লাইসেন্স বাতিল করেন।
এর আগে গতকাল শনিবার আলোচিত-সমালোচিত এই সংসদ সদস্য এক সমর্থকের মাধ্যমে তার অস্ত্রটি জেলা প্রশাসনের কাছে জমা দেন।
মাতাল অবস্থায় স্কুলছাত্রকে গুলির ঘটনায় এই এমপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের মানুষ। তারা এ ঘটনায় এমপি লিটনের বিচার দাবি করেছেন।
মন্তব্য চালু নেই