এমপিওভুক্তির আশ্বাস পেলেন নন-এমপিও শিক্ষকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমপিওভুক্তির আশ্বাস পেয়েছেন আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ জানান, আগামী অর্থবছরে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাত আলী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। প্রধানমন্ত্রী যেন দ্রুত আমাদের অবস্থার কথা বিবেচনা করে এমপিওভুক্তি করেন।’
এদিকে রোববার সকাল ১০টা থেকে কয়েক হাজার আন্দোলনরত শিক্ষক প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। পরে তারা একটি সমাবেশ করেন। সমাবেশ পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু।
মন্তব্য চালু নেই