‘এমন অনেকদিন কেটেছে যখন খাবার কেনার টাকা ছিল না’
বিপাশা বসু সিং গ্রোভার। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। কিন্তু আজকের অবস্থানে আসতে তাকে যে অনেক কাঠখড় পোড়াতে হয়ে তা হয়ত অনেকের জানা নেই।
সম্প্রতি ভারতের ডিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তার সেই সব সেই দিনের জীবন সংগ্রামের কথা বলেছেন। শেয়ার করেছেন ক্যারিয়ারের শুরুতে ডিনোর সঙ্গে তার সম্পর্কের কথা।
বিপাশা বলেন, `ক্যারিয়ারের শুরুতে আমার যাত্রাপথ খুব কঠিন ছিল। কিন্তু বাবা-মাকে কখনওই কিছু জানাইনি। তখন বেশ কিছুদিন এমনও গিয়েছে যে খাবার কেনার জন্য টাকা ছিল না। শুধু কলা খেয়েই কাটিয়েছি বহুদিন। সেই সময়ে একটা থালি কিনে আমি আর ডিনো ভাগাভাগি করে খেতেন। আমি খেতাম ভাত এবং ও খেত চাপাটি। এছাড়া যখন বন্ধু-বান্ধবদের সঙ্গে রেস্তোরাঁয় যেতাম, তখন একটি আইসক্রিম অর্ডার করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম।`
বিপাশা জানিয়েছেন, ওই সময়ে নিজের নিরাপত্তার জন্যে সবসময়ে একটি হাতুড়ি সঙ্গে রাখতেন তিনি। একটি বালিশও সঙ্গে রাখতেন। কারণ মাঝে মাঝেই তিনি ক্যাবে ঘুমিয়ে পড়তেন। সত্যি! অনেক কষ্ট করেই আজকের অবস্থানে বিপাশা!
মন্তব্য চালু নেই