এমটিভি মুভি অ্যাওয়ার্ডের উপস্থাপক ডোয়াইন জনসন এবং কেভিন হার্ট
সাবেক রেসলার এবং অভিনেতা দ্য রক ডোয়াইন জনসনের আরেক পরিচয় খুব শীগগিরই সামনে আসতে যাচ্ছে। জানা গেছে, আসন্ন এমটিভি মুভি অ্যাওয়ার্ড উপস্থাপনা করতে যাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে আরও থাকবেন কমেডিয়ান কেভিন হার্ট। এবছর এমটিভি তাঁদের ২৫ বছর পূর্তি উদযাপন করবে এই অনুষ্ঠানের মাধ্যমে।
কমেডিয়ান কেভিন হার্টের সঙ্গে সঞ্চালনা প্রসঙ্গে দ্য রক বলেন, ‘এমটিভির এই উৎসবমুখর অনুষ্ঠানে এই বিখ্যাত কমেডিয়ানের সঙ্গে মঞ্চ শেয়ার করা খুবই সম্মানের ব্যাপার। তিনি এই পৃথিবীর একজন অন্যতম সেরা মজার মানুষ তো বটেই, সেই সঙ্গে তাঁর চেহারা আমার মত বলে অনেকেই তাঁকে আমি ভেবে ভুল করে বলে তিনি আমার যমজ ভাইয়ের মত।’
কেভিন বলেন, ‘আমি উপস্থাপনা করতে ভালোবাসি। এটিই আমার কাজ। আমি মনে করি ডোয়াইন এবং আমি এই শোয়ের জন্য পারফেক্ট টিম।’
উল্লেখ্য, আগামী এপ্রিলের ৯ তারিখ এমটিভি মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হবে।
মন্তব্য চালু নেই