এভারেস্টের চূড়ায় হিউজের ব্যাট!

ক্রিকেট মাঠে বলের আঘাতে প্রাণ হারানো অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজকে ভিন্নভাবে শ্রদ্ধা জানানোর পরিকল্পনা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। এশিয়ান দেশটির ক্রিকেট প্রশাসন চাইছে ফিল হিউজের ব্যবহৃত একটি ব্যাট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্খ মাউন্ট এভারেস্টে স্থাপন করতে। তবে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দিকে তাকিয়ে সিএএন।
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস বলেন, ‘নেপাল ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে জানতে চেয়েছে ফিলিপ হিউজের ব্যবহৃত একটি ব্যাট পাওয়া যাবে কিনা। অতিরিক্ত হিসেবে তারা ফিলে জার্সি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি পতাকার কথাও বলেছে। যা সবকিছু ঠিকভাবে এগুলো আগামী মার্চ-এপ্রিলে পর্বতারোহণের মৌসুমে প্রতিস্থাপিত হতে পারে।’



মন্তব্য চালু নেই