এবার হাঁপানির সমস্যা থেকে মিলবে মুক্তি!
যেভাবে পরিবেশ দুষণ হচ্ছে, তাতে এখন ঘরে ঘরে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিচ্ছে। আর তা থেকেই হচ্ছে হাঁপানির মতো কঠিন রোগ। সুখবর! বৈজ্ঞানিকদের মতে এই সমস্যা অচিরেই মিটতে চলেছে। প্রতিরোধ করা যাবে হাঁপানি।
বলা হয়, ADAM33 নামে একটি এনজাইম হাঁপানির উত্স। আর এই এনজাইম মানবদেহের কোষে ঢুকে রোগটির সৃষ্টি করে। আর ধীরে ধীরে কোষের থেকে এই এনজাইমটি নিজের নিয়ন্ত্রণ হারালেই তৈরি হয় সমস্যা। কার্যত বন্ধ করে দিতে পারে ফুসফুসের কাজ।
এতদিন পর্যন্ত এই রোগের কোনও সঠিক চিকিত্সা ছিল না। এবারই প্রথম, চিকিত্সরা এই জটিল রোগটির উপশম করার জন্য একটি উপায় বের করেছেন। দীর্ঘ পরীক্ষার পর তাঁরা ঠিক করেছেন ADAM33 এনজাইমটিকে শিকড় থেকেই নির্মূল করে দেবেন। অর্থাত্, সমস্যা তৈরি হওয়ার আগেই সেটাকে ধ্বংস করা হবে। আর এভাবেই বিশ্বজুড়ে এই মারণ রোগ থেকে মুক্তি পেতে পারেন প্রায় ৩০ কোটি মানুষ। তথ্য সূত্র-২৪ঘণ্টা
মন্তব্য চালু নেই