এবার সেই প্রতিবেশীর বাড়িটাই কিনে নিলেন মেসি

খেলার মাঠের ন্যায় ব্যক্তিজীবনে শান্ত-শিষ্ট লিওনেল মেসি। সতীর্থ যখন খেলার বাহিরে পার্টি-পোগ্রামে ব্যস্ত ঠিক সে সময় পরিবার নিয়ে নিরবে ঘুরে বেড়ান আর্জেন্টাইন ক্রিকেটের এই বরপুত্র।

তিনি জীবনযাপনে ছিমছাম। পছন্দ করেন শান্ত পরিবেশ।

কিন্তু এলএম টেনের প্রতিবেশীর বাড়ি থেকে দিনরাত আওয়াজ হত। গানবাজনা চলত। সব মিলিয়ে মেসির পরিবারের জন্য যা দুর্বিসহ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত আওয়াজ বন্ধ করতে প্রতিবেশীর বাড়িটাই কিনে নিয়েছিলেন মেসি।

বার্সা কিংবদন্তির এমন স্বভাবের কথা জানান তারই ক্লাব সতীর্থ ইভান রাকিটিচ।

রাকিটিচ বলেন, ‘প্রতিবেশীকে নিয়ে মেসির সব সময় সমস্যা হতো। তারা খুব বেশি আওয়াজ করত। এ বিষয়ে মেসি তাদের নোটিশও করেছিল। কিন্তু কোনো লাভ হয়নি। বরং তারা আরও বেশি আওয়াজ করত। এ জন্য ওই প্রতিবেশীর খারাপ ব্যবহার সইতে হয়েছে তাকে। তাই মেসি অপছন্দের সেই প্রতিবেশীর বাড়িটাই কিনে নেন।’



মন্তব্য চালু নেই