এবার শাহরুখপুত্রের সিক্রেট ছবি প্রকাশ করলেন অমিতাভ নাতনি!

একের পর এক ছবি আর ভিডিও বিতর্কে জড়াচ্ছেন বলিউড বাদশা শাহরুখপুত্র ও শাহেন শাহ আমিতাভ বচ্চনের নাতনি। এবার নতুন করে এই দু’জন সংবাদ শিরোনাম হয়েছেন মজার একটি ছবি নিয়ে।

বচ্চন নাতনি নভ্য নাভেলি নতুন করে আরিয়ান খানের মজার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করেন। আর সে ছবিটি খুব দ্রুত ভাইরাইল হয়ে পড়ে। আর এ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

অমিতাভ বচ্চনের নাতনি নভ্য নাভেলি প্রায়শই সোশাল সাইটে বিতর্কিত কাণ্ডের জন্ম দিয়ে থাকেন। কখনো নিজের খোলামেলা ছবি পোস্ট করে কিংবা কখনো নিজের শরীর নিয়ে খোলাখুলি কথা দিয়ে। আবার সোশাল সাইটে একটি ছবি পোস্ট করে আলোচিত নভ্য। তবে এবার নিজের কোনো ছবি নয়, বরং সহপাঠি ও সবচেয়ে ভালো বন্ধু খ্যাত শাহরুখপুত্র আরিয়ানের একটি ছবি পোস্ট দিলেন তিনি।

ছবিতে আরিয়ানকে ঘুমন্ত অবস্থায় দেখা গেছে। শুধু তাই না সে মুখ হা করে ঘুমাচ্ছে! এমন বিব্রতকর ছবি সোশাল সাইটে পোস্ট হওয়া মাত্রই জুনিয়র শাহরুখ খানের ভক্ত অনুরাগীরা ছবিটি নিয়ে হামলে পড়ে। কারণ এমন ছবি নভ্য যদি পোস্ট না করতো, তাহলে হয়তো কখনোই কেউ দেখতেই পেত না! আসলে নভ্য বন্ধুর এমন ছবিটি দুষ্টুমি করেই পোস্ট করেছিলেন!



মন্তব্য চালু নেই