এবার শাহরুখকে দীপিকার চ্যালেঞ্জ
বলিউডের অন্যতম সফল জুটির একটি বলিউড বাদশা শাহরুখ খান আর অপরটি দীপিকা পাড়ুকোন। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউইয়ার’ যখনই একসঙ্গে পর্দায় পর্দায় মুখ দেখিয়েছেন সিনেমা যথারীতি হিট।
শোনা যাচ্ছে, এই জুটি সম্পর্কে নাকি ছেদ পড়েছে। শাহরুখের ছবি ‘দিলওয়ালে’ আর দীপিকার ছবি ‘বাজিরাও মস্তানি’। শাহরুখের ছবির সঙ্গে পাল্লা না দিয়ে পিছিয়ে আসবেন ‘বাজিরাও মস্তানি’র পরিচালক সঞ্জয় লীলা বনশালী।
কিন্তু দীপিকার ট্যুইটেই গোল বাঁধল। দীপিকা রীতিমতো টুইট করে ‘চ্যালেঞ্জ’ ছুড়েছেন। তাতেই নাকি ভয়ানক চটেছেন কিং খান। পরে দীপিকা নিজের ট্যুইটটি মুছে দিলেও ততক্ষণে যা হবার তাই-ই হয়েছে। অবশ্য এ অবস্থা বেশিক্ষণের জন্য নয়। দুজনের কথোপকথনে সব ঠিক হয়ে যাবে।
মন্তব্য চালু নেই