এবার শাহরিয়ার নাফিসের ডাবল সেঞ্চুরি
বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচে কাল ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন তুষার ইমরান। একই দিন সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের বাইরে থাকার আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। মঙ্গলবার সেটাকে ডাবলে রূপ দিলেন তিনি। এর ফলে দুই ডাবল সেঞ্চুরি সঙ্গে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে রানের পাহাড় গড়েছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ৮ উইকেটে ৭৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দলটি।
আগের দিনেই সেঞ্চুরি তুলে নিয়ে ১৭০ রানে অপরাজিত ছিলেন শাহরিয়ার। সাভারের বিকেএসপিতে আজ তৃতীয় দিনে সেটিকে ডাবলে রূপ দেন বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা শাহরিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে খুলনার বিপক্ষে করেছিলেন ২১৯।
শাহরিয়ারের ডাবল সেঞ্চুরির খানিক পরই ইনিংস ঘোষণা করে প্রাইম ব্যাংক। তার অপরাজিত ২০৭ রানের ইনিংসে রয়েছেন ১৮ চার ও ৫ ছক্কার মার।
মন্তব্য চালু নেই