এবার শরীর থেকেই তৈরী হবে বিদ্যুৎ
জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাবিনোভিচ কদিন আগেই তৈরী করেছিলেন আলু থেকে বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগিয়েদেন পুরো বিশ্বকে। তার এ আবিষ্কারের সপ্তাহ না পেরুতেই এবার শরীর থেকেই বিদ্যুৎ তৈরীর ডিভাইস তৈরী করেছে।
এমনই এক ডিভাইস আবিস্কার করেছে উমর কবির ও জন ব্রুটস নামের আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। ডিভাইসটি একটি বেল্টের মতো যা শরীরের যে কোনো জায়গায় বেঁধে রাখা যাবে।
ঐ দুই ছাত্র জানায় তাদের তৈরী ডিভাইসটি শরীরের পোশাকের সঙ্গে বেঁধে হাঁটলেই ৪ ওয়াট পর্যন্ত তৈরি হবে বিদ্যুৎ। পরে ইচ্ছেমতো সেটা ব্যবহারের জন্র উৎপাদিত ঐ বিদ্যুৎ সংরক্ষণ করবে একটি ব্যাটারি।
সূত্র : এক্সপ্রেস
মন্তব্য চালু নেই