এবার যৌনকর্মীর নামে রাস্তা!
এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে জার্মানির হামবুর্গ শহর প্রসাশন। এবার শহরটির একটি রাস্তার নামকরণ হতে চলেছে দেশটির এক সাবেক যৌনকর্মীর নামানুসারে। তিনি ডমিনিকা অ্যানিটা নিহফ। যদিও তিনি যৌনকর্মী, তবে পরবর্তী রূপালি পর্দায় নাম লিখিয়ে খ্যাতি অর্জন করেন।
তবে এখানেই থেমে ছিলেন ডমিনিকা। নিজে যৌনকর্মী ছিলেন বলে মিডিয়া থেকে অবসরের পরে যৌনকর্মীদের অধিকার রক্ষা নিয়ে নিয়মিত কাজ করে গেছেন তিনি। জার্মানিতে যৌন পেশাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য লাগাতার আন্দোলনও করেছেন ডমিনিকা।
জার্মানির দেহব্যবসায়ীদের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা খুবই প্রবল। তাদের মাদকাসক্তি থেকে মুক্তির জন্যও কাজ করেছেন প্রথম জীবনে যৌন পেশায় জড়িয়ে পড়া এই নারী। অভিনয় করেছেন ডেসপেরাডো সিটি (১৯৮১), মেসালিনা–কাইসেরিন উন্ড হুর (১৯৭৭)-র মতো বেশ কিছু আলোচিত ছবিতে।
অতঃপর ২০০৯ সালে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জীবদ্দশাতেই তার কাজকে স্বীকৃতি দিয়েছিল জার্মান সরকার। মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হয়, ‘গার্ডেন অফ উওম্যান’ সমাধিক্ষেত্রে, যেখানে দেশের বিখ্যাত মহিলারা সমাধিস্থ হন।
মন্তব্য চালু নেই