এবার যে কারণে আটক হলেন ‘হট’ অভিনেত্রী
এবার আরেক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কি কারণে তাকে আটক করা হলো? জানা গেছে, সোনার গহনা সমেত প্রায় ১১.৫ লাখ টাকার সামগ্রী ছিল তাঁর কাছে৷ অথচ তিনি তা জানাননি৷ এই অভিযোগে অভিনেত্রী উর্বশী রউতেলাকে ভারতের মুম্বাই বিমানবন্দরে আটক করলেন কাস্টম অফিসাররা৷
জানা গেছে, অভিনেত্রী উর্বশী দুবাই থেকে ফিরছিলেন৷ তাঁর কাছে ছিল প্রায় ৮ লাখ টাকার হীরে ও সোনার গহনা৷ এছাড়া অন্যান্য মূল্যবান সামগ্রীও ছিল প্রায় সাড়ে ৩ লাখ টাকার৷ কিন্তু এ কথা ঘোষণা করেননি তিনি৷ খবর পেয়ে মুম্বাই বিমানবন্দরেই তাঁকে আটক করেন কাস্টম অফিসাররা৷ মাস তিনেক আগেও একই অভিযোগে কাস্টম অফিসাররা তাঁকে আটক করেছিল৷ সেবার জরিমানাও হয় তাঁর৷ এবারও সেই একই অফিসাররা তাঁকে আটক করেন৷
জানানো হয়েছে, এই মডেল অভিনেত্রী যে শুধু বেআইনি কাজ করছেন তাইই নয়, অফিসারদের সঙ্গে তিনি ভালো ব্যবহারও করেননি৷ তাঁর সমস্ত জিনিসপত্র কাস্টম নিজের আওতায় নিয়েছে৷ সরকার অনুমোদিত অফিসার বাজেয়াপ্ত জিনিসের প্রকৃত মূল্য নির্ধারণ করবেন৷ এই মূল্যেমানের উপরেই নির্ভর করবে ঠিক কত জরিমানা হবে অভিনেত্রীর৷
কেন বারবার একই অভিযোগ উঠছে এই অভিনেত্রীর বিরুদ্ধে, তা খতিয়ে দেখতে কাস্টমের তরফ থেকে তদন্ত করা হচ্ছে৷ দেখা গিয়েছে, দু’বারই খুব অল্পদিনেদ জন্য দুবাইয়ে গিয়েছিলেন তিনি৷ ফেরার পথে দু’বারই তাঁর থেকে মিলল প্রচুর টাকার সামগ্রী৷
মন্তব্য চালু নেই