এবার মারুফের নায়িকা কলকাতার ঋতুপর্ণা
নব্বইয়ের দশকে বাংলাদেশের সিনেমায় প্রায়শই দেখা যেতো কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। মেয়েরাও মানুষ, আমি সেই মেয়ে, সাগরিকা ও কিলার নামের ছবিগুলোতে অভিনয় করে সেসময় ব্যাপক প্রশংসাও পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি তাকে।
সর্বশেষ বছর দুই আগে চিত্রনায়ক ফেরদৌসের ‘এক কাপ চা’ নামের একটি সিনেমায় দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনকে। তবে আবারও দেশের সিনেমায় দেখা যাবে ঋতুপর্ণাকে।
দেশের প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের আগামি সিনেমায় তারই ছেলে চিত্রনায়ক মারুফ হায়াতের বিপরীতে দেখা যাবে কলকাতার ‘প্রাক্তন’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাকে। এমন কথায় গণমাধ্যমে জানিয়েছেন মারুফ।
মারুফ-ঋতুপর্ণার অভিনয়ে সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথভাবে নির্মাণ করবে। এরইমধ্যে সব কাজ সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। চলতি মাসেই সিনেমাটির শ্যুটিং শুরু হবে।
বর্তমানে ‘বিধ্বস্ত’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক কাজি মারুফ। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ সিনেমাটিতে মারুফের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পুষ্পিতা পপি ও অরিন।
মন্তব্য চালু নেই