এবার মলদ্বারে হেরোইন পাচার !

রাজশাহীর পবায় মলদ্বারে করে হেরোইন পাচারের সময় মামুন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মামুন নাটোরের সিংড়া উপজেলার সরকার পাড়া গ্রামের মৃত আদেশ আলীর ছেলে।

পবার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মুরারিপুর থেকে তাকে মঙ্গলবার রাতে আটক করা হয়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পবার গহমাবোনা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মামুন সন্দেহজনকভাবে চলাফেলা করায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ কালে তার মলদ্বারের ভেতর হেরোইন আছে বলে স্বীকার করে। সেখান থেকে একজন স্থানীয় চিকিৎসকের সহযোগিতায় পলিথিনে ভর্তি ২০ গ্রাম হেরোইন বের করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পবা থানায় মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই