এবার ভোট দিলেই সিনেমায় ও রেস্তোরাঁয় বিশেষ ছাড়!

নির্বাচন এলেই দেখা যেত বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের নানাভাবে আকৃষ্ট করে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের লাভজনক দিক ঘোষণা নির্বাচনে অন্য মাত্রা নিয়ে এল। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে আগ্রহ বৃদ্ধি করতে লখনউ জেলা প্রশাসন এক অভিনব পন্থা গ্রহণ করল।

সাধারণ মানুষকে বুথমুখী করার উদ্দেশে লখনউ জেলা প্রশাসনের ঘোষণা, আগামী ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ভোট দিলে ভোটাররা হাতের কালির দাগ দেখিয়ে সিনেমা হলে ও রেস্তোরাঁয় বিশেষ ছাড় পাবেন। ভোটারদের ভোটে উৎসাহ দিতে হাতের কালি দেখালে সিনেমার টিকিটের দামে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

বিগত ২০১২ বিধানসভার ভোটে উত্তরপ্রদেশের লখনউ জেলায় ৬৩ শতাংশ ভোট পড়ে ছিল। ভোটের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসন প্রথম থেকেই কোমর বেঁধে নেমেছে। লখনউ জেলা প্রশাসনের লক্ষ্য, কম করে হলেও ৭৫ শতাংশ ভোট যেন পড়ে এবারের নির্বাচনে। ‌‌-আজকাল



মন্তব্য চালু নেই