এবার ব্যবসায়িকে বিয়ে করছেন ডিম্পি
প্রেম করেই বিয়ে করেছিলেন ডিম্পি গাঙ্গুলী এবং রাজনীতিবিদ রাহুল মহাজন। পাঁচ বছর একসাথে ঘরও করেছেন তারা, কিন্তু হঠাৎই চলতি বছরে ছাড়াছাড়ি হয় তাদের। প্রথম সংসার ভেঙে যাওয়ার মাস কয়েক না যেতেই একজন ব্যবসায়ির সাথে দ্বিতীয় সংসার বাধতে যাচ্ছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী ডিম্পি!
জানা গেছে, রাহুল মহাজনের সাথে সংসার করার পর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ডিম্পি। আর এই বিষয়টি টুইট করে জানিয়েছেন তিনি নিজেই। টুইটে তিনি নিজের এনগেজড-এর কথা জানিয়ে একটি আংটির ছবিও পোস্ট করেন। আর দ্বিতীয় বর হতে চলেছেন দুবাইয়ের এক ব্যবসায়ী। যার নাম রোহিত রায়। তবে বিয়ের তারিখ কিংবা কোনদিন তারা বিয়ে করতে চলেছেন সে বিষয়ে কিছু জানাননি।
উল্লেখ্য, প্রেম করে রাহুল মহাজনকে বিয়ে করেছিলেন ডিম্পি। কিন্তু বিয়ের কিছুদিন পরই রাহুলের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ করেছিলেন। এরকম দাম্পত্য কলহ নিয়েই তারা পাঁচ বছর সংসার করেন। সম্প্রতি তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।
মন্তব্য চালু নেই