এবার ব্যথার ট্যাবলেটে নিমেশে দূর হবে ব্রণ

ঘুম থেকে উঠে দেখলেন মুখে ব্রণ! কি বিপত্তি। রাতে তো বিয়ে বাড়ি। চন্দন থেকে মুলতানি মাটি একে একে সব প্রলেপ পরল মুখে। কিন্তু কোথায় কি? যে কে সেই! তবে আপনি জানেন কি চুটকিতে আপনার ব্রণের সমস্যার সমাধান রয়েছে আপনার ফাস্টএইড বক্সেই। হ্যাঁ ব্রণ কমাতে এবার ব্যবহার করুন আইড্রপ কিংবা ব্যথার ওষুধ। আমি নয় বলছেন, চিকিৎসকরা।

কি করবেন:
একটা পরিষ্কার তুলোর মধ্যে এক ফোঁটা আইড্রপ নিয়ে ব্রণ-র ওপরে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে তুলো সরিয়ে নিন । রোজ রাতে এটা করুন। ব্রণ দূর হবে। এছাড়া সাময়িক ভাবেও ব্রণের আকৃতি অনেকটা কম হয়ে যায়।

রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করুন। দু’চারটে অ্যাসপ্রিন ট্যাবলেট নিয়ে গুড়ো করে পেস্ট বানিয়ে নিন। ব্রণের ওপরে সেই পেস্ট লাগিয়ে ঘুমোতে চলে যান। পর দিন সকালে ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে একবার এটা করলে ব্রণ দূর হবে।

ক্যালামাইন ব্রণ দূর করতে দারুণ কার্যকরী। রোজ রাতে মুখ পরিষ্কার করে, তুলোতে ক্যালামাইন লাগিয়ে ব্রণর জায়গায় লাগিয়ে দিন। সপ্তাহে একদিন এটা করলে ব্রণ দূর হবে।

তবে এই পদ্ধতি ব্যবহার করলে একেবারে যে ব্রন কমে যাবে তা কিন্তু নয়। সাময়ীক আরাম পাবেন শুধুমাত্র।



মন্তব্য চালু নেই