এবার বিশ্বকাপে রুবেলের শুভ কামনা করে যা বললেন হ্যাপী
হ্যাপীকে নিয়ে আলোচনা-সমালোনা এতদিন কম হয়নি। তবে এবার রুবেলের বিষয়ে আগের অবস্থান থেকে সরে এসেছেন হ্যাপী। রুবেল বিশ্বকাপে খেলুক এটাই চাইতেন না হ্যাপী। রুবেলের বিশ্বকাপ আটকে দেয়ার জন্য হ্যাপী দৌড়ঝাঁপ কম করেন নি।
কিন্তু এবার যেন সবাইকে চমকে দিলেন আলোচিত নাজনিন আক্তার হ্যাপী। উঠতি নায়িকা ও মডেল তরুণী হ্যাপী বলেছেন, সবার আগে দেশ। এ বিষয়টি যে উপলব্ধি করতে পারে সে-ই প্রকৃত মানুষ।
হ্যাপী বলেন, এখানে ব্যক্তিগত বা পারিবারিক রেষারেষির কোনো স্থান নেই। আমি চাই দেশের হয়ে রুবেল অনেক ভালো বোলিং করুক, বাংলাদেশের জয় তুলে আনতে ভুমিকা রাখুক।
বিশ্বকাপে রুবেলের জন্য শুভকামনা জানালের তিনি। বুধবার আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করে দেশের জয় তুলে আনুক রুবেল।
হঠাৎ রুবেলকে কেন সাপোর্ট করছেন এ বিষয়ে হ্যাপী বলেন, মামলার স্থান আদালতে, মাঠে নয়। বিশ্বকাপ শেষে রুবেল দেশে প্রত্যাবর্তন করুক। এর পরে দেখা যাবে।এমটি নিউজ
মন্তব্য চালু নেই