এবার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মালাইকা
বেশ কিছু দিন ধরে বি-টাউনের বাতাসে ভাসছে, ছাড়াছাড়ি হয়ে গেছে মালাইকা আরোরা ও আরবাজ খানের মধ্যে। এ নিয়ে আরবাজ বিবৃতি দিলেও মুখে কুলূপ এঁটে রেখেছিলেন মালাইকা। তবে অবশেষে মালাইকাও নিরবতা ভাঙলেন।
বিবাহবিচ্ছেদ ইস্যুতে দিন কয়েক আগে আরবাজ মিডিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করে তার ব্যক্তিগত ব্যাপারে অযাথা নাক গলানোর জন্য পরামর্শ দেন। ওই সময় তিনি এটাও জানান যে, বিচ্ছেদের খবর পুরোটাই মনগড়া।
এবার তার বউ মালাইকাও আরবাজের মতোই বিবাহবিচ্ছেদের ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিলেন। তিনি ইনস্টাগ্রামে একটা মেসেজের দ্বারা সবাইকে তার ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকতে বললেন।
তিনি ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন যাতে লেখা ‘মাথা আমার, ব্যথ্যাও আমার। এ নিয়ে আপনাদের নাক না গলানোই উচিত।’
গত সপ্তাহে আরবাজ খান পরপর কয়েকটা টুইট করে জানান, তার বিবাহিত জীবন নিয়ে অব্যাহত আলোচনার ফলে খুবই বিরক্ত বোধ করছেন তিনি।
মন্তব্য চালু নেই