এবার বিনা পয়সায় গাইবেন সানি লিওন!

আবারো আলোচনা বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। তবে এবার তিনি কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হচ্ছেন না। তাকে নিয়ে মিডিয়ার এবারের আলোচনার বিষয় হলো গান। হ্যা, ঠিকই শুনেছেন এবার গায়িকা হিসেবে পরিচিতি পাচ্ছেন এই অভিনেত্রী। এবং আলোচনার সঙ্গত কারণও রয়েছে। কারণ শোনা যাচ্ছে, তিনি ভারতের জাতীয় সং‌গীত গাইতে চলেছেন এক নামকরা ক্রীড়ানুষ্ঠানে।

প্রো কবাডি নামের কবাডি প্রতিযোগিতাটি বিগত কয়েক বছরে বেশ পরিচিতি লাভ করেছে। এই বছর শুরু হতে চলেছে প্রো কবাডির সিজন ফোর। সেই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত কিছু কর্মীর সূত্রে শোনা গিয়েছে, সানিকে এবার প্রো কবাডির কোনো একটি ম্যাচের সূচনায় জাতীয় সংগীত গাইতে শোনা যাবে।

আর এই গান গাওয়ার জন্য নাকি একটি পয়সাও পারিশ্রমিক নেবেন না সানি। কমেডিয়ান কপিল শর্মাকেও নাকি এই প্রতিযোগিতায় জাতীয় সংগীত গাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তবে তিনি এই প্রস্তাবে আগ্রহী হলেও এখনো স্পষ্ট সম্মতিসূচক উত্তর দেননি বলে জানা যায়।



মন্তব্য চালু নেই