এবার বাস্তব ঘটনায় যৌনকর্মী কারিনা
কারিনা কাপুর ছাড়াও তিনি কারিনা কাপুর খান নামে পরিচিত। সমসাময়িক রোমান্টিক হাস্যরসাত্মক অপরাধের নাটক কাপুর ছয় ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছে। এবং ভারতের সবচেয়ে উচ্চ প্রফাইল সেলিব্রিটিদের এক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
এবার পরিচালক রাজকুমার গুপ্তের সঙ্গে নতুন একটি ছবি করতে চলেছেন করিনা। এখানে তিনি একজন স্কিত্জোফ্রেনিক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করবেন। সূত্রের খবর, ছবিটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। একজন অপ্রকৃতিস্থ যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে করিনাকে। এই ছবিটি মূলত একটি সাইকোলজিকাল থ্রিলার।
ছবিটি ভারতীয় দণ্ডবিধির ৮৪ ধারা অবলম্বনে তৈরি হবে| এই ধারাতে একজন অপ্রকৃতিস্থ মানুষ নিজেই জানেন না, সে কখন কোন কাজটা কেন করেন। কি ভাবনা থেকেই বা করেন। তবে এই নিয়ে বলিউডি ছবিতে তৃতীয়বার যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন করিনা। এরআগে তাঁকে চামেলি এবং তলাশ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল।
মন্তব্য চালু নেই