এবার ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই চলবে মেসেঞ্জার!

মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বাড়াতে এবার নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। আর এরই ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই লগইন করার ব্যবস্থা। অর্থাৎ মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হবে না ফেসবুক অ্যাকাউন্ট।

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহারের সুযোগ পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে চালু করেছে করা হয়েছে। এর ফলে মেসেঞ্জার ব্যবহারের জন্য ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে না। তবে মেসেঞ্জারে আলাদাভাবে সাইনআপ করতে হবে।

পরীক্ষামূলকভাবে চালু করা এই ফিচারটি প্রাথমিকভাবে ব্যবহার করতে পারবেন কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, পেরু এবং ভেনেজুয়েলার ব্যবহারকারীরা।

এক্ষেত্রে মেসেঞ্জারে ব্যবহারের জন্য আলাদাভাবে সাইনআপ করে নিতে হবে। তবে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে বঞ্চিত হতে হবে অনেক ফিচার থেকে। ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জার ব্যবহার করার মাধ্যমে ফেসবুকে থাকা পুরনো মেসেজ দেখার সুবিধা থাকলেও এখানে সেই সুবিধা পাওয়া যাবে না।



মন্তব্য চালু নেই