এবার পড়ার বইতেই হ্যারি-টিনটিন-ফেলুদা
গল্পের বই পড়তে কে না ভালোবাসে৷ আমরা সকলেই কম-বেশি গল্পের বই পড়তে ভালোবাসি৷ ছোটবেলায় পড়ার বইয়ের ভেতরে গল্পের বই লুকিয়ে রেখে পড়েনি এইরকম ছেলে-মেয়ে খুব কমই খুঁজে পাওয়া যাবে না৷ তবে এবার থেকে আর গল্পের বই লুকিয়ে রেখে পড়তে হবে না৷ এখন থেকে গল্পের বইয়ের চরিত্রগুলোকে পাওয়া যাবে পড়ার বইতেই৷ হ্যারি-পটার, টিনিটিন, স্নোই, অ্যাসটেরিক্স, অমর চিত্র কথা, এবার থাকবে ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশনে(ICSE)-র পাঠ্যক্রমে৷ এমনই জানা গিয়েছে ‘টাইমস অফ ইন্ডিয়া’র একটি রিপোর্টের ভিত্তিতে৷ ICSE এই পরিকল্পনাই করেছে৷
আরও জানা গিয়েছে যে, শুধুমাত্র টিনিটিন বা হ্যারি পটারই সিলেবাসে যুক্ত করা হচ্ছে তাই নয় এর সঙ্গে থাকলে বাংলা ফিকশন ফেলুদা এবং ‘ব্লু-ক্যাপ নডি’ও৷ তবে এই ‘ব্লু-ক্যাপ নডি’ থাকবে ছোটোদের সিলেবাসে অর্থাৎ পাঠ্যক্রমে৷
এই রিপোর্ট আরও বলছে যে, ICSE পরিকল্পনা করেছে যে তারা জে.কে রাউলিংয়ের বিখ্যাত হ্যারি পটার সিরিজটি জুনিয়র ও মিডল বয়সের ছাত্রদের জন্য রাখবে৷ এবং গ্র্যাফিক নোবেল চরিত্র যেমন টিনটিন,মাউস এবং আরটেরিক্স কে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
পাঠ্যক্রমে এই বিষয়টি যুক্ত করা প্রসঙ্গে CISCE চিফ এক্সিকিউটার অফিসার এবং সেক্রেটারী গেরি আরথোন জানিয়েছেন,যদি স্কুলগুলি বিগত বছরে এই কমিক,কার্টুনগুলি সিলেবাসে অন্তর্ভুক্ত না করে তাহলে একবছর আরও সময় বাড়ানো হবে৷
মন্তব্য চালু নেই